"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Silver bullet

যেসব জটিল সমস্যার কোনো কার্যকরী সমাধান পাওয়া সম্ভব হয়নি, সেসব সমস্যা নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করে থাকে। প্রাকৃতিক দূর্যোগ, নানা ধরনের রোগ ব্যাধিসহ নানা ধরনের জটিল সমস্যাগুলোর কোনো কার্যকরী এবং সহজ কোনো সমাধান খুঁজে বের করা সম্ভব হলে তা হবে সেই সমস্যার ক্ষেত্রে সিলভার বুলেট।      

Definition 1:

জটিল কোন সমস্যার সহজ-সাবলীল এবং কার্যকরী সমাধান।

যে সব সমস্যার সুরাহা করার অন্য কোনো উপায় নেই, সেসব সমস্যার সহজ এবং একই সঙ্গে কার্যকরী সমাধানকে সিলভার বুলেট নামে উল্লেখ করা হয়। 

Definition 2:

মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি অনুসারে, সিলভার বুলেট বলতে, অনেক দিন ধরে সমাধান না হওয়া জটিল কোনো সমস্যার একটি সহজ, আপাতদৃষ্টিতে যাদুকরী এবং কার্যকরী সমাধান।  

English Definition:

ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী, “A simple solution to a complicated problem.”

 

‘সিলভার বুলেট’ ধারণাটি অনেক আগে থেকেই ওয়্যারউলফ, পিশাচ দমনের ক্ষেত্রে কার্যকরী বলে লোককাহিনীতে প্রচলিত ছিল। অর্থাৎ যে সমস্যা অন্য কিছু দিয়ে সমাধান করা যাবে না, তা সমাধান করতে সিলভার বুলেটের আবশ্যকতার ধারণাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সিলভার বুলেট যেমন বাইরের আবরণ ভেদ করে ভেতরে ঢুকে যায়, তেমনি সেই সমাধান সমস্যার ভেতরে ঢুকে গিয়ে সমাধান করে ফেলতে পারে। এভাবেই সমস্যার সমাধানের সঙ্গে সিলভার বুলেটের ধারণাটি জুড়ে গেছে।

 

In a Sentence:

  • There is no 'silver bullet' that can prevent flooding entirely from this riverine country.
  • Penicillin circa 1930 was a ‘silver bullet’ for the doctors to treat and cure bacterial infections.

 

Share it: