"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Securities in Bengali

Securities কাকে বলে?

Definition (1):

যে দলিল বা কাগজপত্র ক্রয় বা বিক্রয় করা যায় এবং যা মালিকানা বা ঋণ প্রতিফলিত করে তাকে Securities বলা হয়।

Definition (2):

সিকিউরিটি হলো একটি পরিবর্তনযোগ্য, হস্তান্তরযোগ্য আর্থিক যন্ত্র বা দলিল যা কোন ধরনের আর্থিক মূল্য ধারণ করে।

Definition (3):

লেনদেনযোগ্য একটি আর্থিক সম্পদকে সিকিউরিটি বলে। এই শব্দটি সাধারণভাবে যেকোন ধরনের আর্থিক যন্ত্র বা দলিলকে বোঝায়, কিন্তু এর আইনি সংঙ্গা বিচারব্যবস্থার ওপর ভিত্তি করে ভিন্ন হয়।

Definition in English:

“Documents that can be bought or sold and that reflect ownership or debt.”

Use of the term in Sentences:

  • The financial market deals with different types of securities.
  • You should carefully decide on which type of securities you should invest.
Share it: