"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Scientific Management in Bengali

Definition (1):

Scientific Management বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হলো কাজের বৈজ্ঞানিক অধ্যয়ন এবং কাজকে এর ক্ষুদ্রতম কারিগরী উপাদানসমূহে বিভক্তিকরণ এবং তারপর তাদের সবচেয়ে দক্ষ সমাবেশে পুনর্বিন্যাসকরণ।

Definition (2):

কাজসমূহের পরিকল্পনা এবং কর্মীদের পর্যবেক্ষণের একটি প্রস্তাবনা যা শ্রমবিভাজন, কর্মীদের ইচ্ছা মতো কাজ করার স্বাধীনতার অপসারণ এবং দক্ষ কাজের জন্য ব্যবস্থাপনা পরিষদ যে পরিবর্তনসমূহ আনা জরুরী মনে করেন, এই বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।

Definition (3):

বৈজ্ঞানিক ব্যবস্থাপনা শ্রমবিভাজন, সময় এবং গতিবিদ্যা, কাজের পরিমাপ এবং অংশ-হার-মজুরির মাধ্যমে কাজের যুক্তিযুক্তকরণ এবং মান নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করে।

Definition in English:

“The scientific study and breakdown of work into its smallest mechanical elements, and then re-arrangement into their most efficient combination.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company is thinking of applying scientific management to increase its employees’ productivity.
  • This company bears a good example of scientific management.

 

Share it: