"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Remuneration in Bengali

Remuneration কাকে বলে?

Definition (1):

চাকরীর জন্য অর্থ, বেতন, বা মজুরি, ভাতাসমূহ এবং সুবিধাসমূহ রূপে প্রদানকৃত পুরস্কারকে Remuneration বা পারিশ্রমিক বলা হয়। যেমন: কোম্পানির গাড়ি, চিকিৎসা পরিকল্পনা, পেনশন পরিকল্পনা, বোনাস, নগদ উদ্দীপক, এবং অনগদ উদ্দীপকসমূহের আর্থিক মূল্য।

Definition (2):

সেবা বা চাকরীর জন্য নেয়া অর্থ বা ক্ষতিপূরণকে পারিশ্রমিক বলে। এর আওতার মধ্যে পড়ে মূল বেতন এবং যেকোন বোনাস বা অন্যান্য আর্থিক সুবিধাসমূহ যা একজন কর্মচারী বা কার্যনির্বাহী কর্মকর্তা চাকরী চলাকালিন গ্রহণ করে।

Definition in English:

“Remuneration is payment or compensation received for services or employment.”

Use of the term in Sentences:

  • The new employee is quite happy with the remuneration he is getting for his position in the company.
  • Jim is dissatisfied with his current remuneration in the company.
Share it: