"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Product Modification in Bengali

Product Modification কাকে বলে?

Definition (1):

একটি পণ্যের জীবন চক্র বর্ধিত করার কৌশল হিসেবে পণ্যটির এক বা একাধিক বৈশিষ্ট্য পরিবর্তন করাকে Product Modification বা পণ্যের পরিবর্তন বলা হয়।

Definition (2):

একটি বিদ্যমান পণ্যের আকর্ষণীয়তা বা কার্যকারিতা আরও বৃদ্ধি করার জন্য পণ্যটিতে যে সমন্বয় সাধন করা হয় তাকে পণ্যের পরিবর্তন বলে।

Definition (3):

একটি বিদ্যমান পণ্যের বৈশিষ্ট্যসমূহ, প্রকৃতি, আকার, প্যাকিং এবং রং প্রভৃতির পরিবর্তনের মাধ্যমে পণ্যটিকে উন্নত করাকে পণ্যের পরিবর্তন বলা হয়ে থাকে।

Definition in English:

“The changing of one or more of a product’s features as a strategy to extend its life cycle.”

Use of the term in Sentences:

  • You should think of product modification to increase its popularity.
  • The marketing team is working on product modification.
Share it: