"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Pricing Method in Bengali

Pricing Method কাকে বলে?

Definition (1):

মূল্যসমূহ নির্ধারণের একটি নিয়মানুগ নিয়মিত প্রক্রিয়া যা খরচ, পণ্যের চাহিদা বা প্রতিযোগীদের মূল্যসমূহ বিবেচনা করে তাকে Pricing Method বা মূল্য নির্ধারণ পদ্ধতি বলা হয়।

Definition (2):

মূল্য নির্ধারণ পদ্ধতি হলো সেই উপায়সমূহ যার মাধ্যমে পণ্য এবং সেবাসমূহের মূল্য হিসেব করা হয় বিভিন্ন বিষয় বিবেচনা করে যেমন: পণ্য/সেবা, প্রতিযোগিতা, নির্ধারিত গ্রাহক, পণ্যের জীবনচক্র, প্রতিষ্ঠানের বিস্তারের ধারণা, প্রভৃতি যা সামগ্রিকভাবে মূল্য নির্ধারণের কৌশলকে প্রভাবিত করে।

Definition in English:

“A systematic procedure for determining prices on a regular basis: considers costs, product demand, or competitors’ prices.”

Use of the term in Sentences:

  • The company follows a different pricing method.
  • You must consider each of the factors that influence the price of a product while designing the pricing method.

 

Share it: