"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Pollution in Bengali

Definition (1):

Pollution বা দূষণ হলো বাতাস, পানি এবং ভূমির অপবিত্রতা।

Definition (2):

Pollution বা দূষণ হলো প্রাকৃতিক পরিবেশে দূষণকারী পদার্থের উপস্থিতি যা পরিবেশের বিরূপ পরিবর্তন ঘটায়।

বিভিন্ন ধরনের দূষণের মধ্যে প্রধানগুলো হলো বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, প্লাস্টিক দূষণ, ভূমি দূষণ, তেজষ্ক্রিয় দূষণ, তাপ দূষণ এবং দৃশ্য দূষণ।

Definition (3):

Pollution বা দূষণ হলো যেকোন পদার্থ যেমন: কঠিন, তরল বা বায়বীয় বা শক্তির যেকোন রূপ যেমন: তাপ, শব্দ বা তেজষ্ক্রিয়তার পরিবেশে এমন হারে উপস্থিতি যা অক্ষতিকর রূপে দ্রুততরভাবে দ্রবীভূত, পুনর্ব্যবহারের উপযোগী বা সংরক্ষিত হতে পারে না। এর ফলে তা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।

Definition in English:

“Contamination of air, water, and land.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of “Pollution” in Sentences:

  • Different kinds of pollution have different harmful effect on the environment.
  • Factory wastes cause serious water pollution in different places.
Share it: