"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Payroll in Bengali

Payroll কাকে বলে?

Definition (1):

Payroll বা মাইনে বা বেতনভুক কর্মচারীর তালিকা বলতে বেশ কিছু ভিন্ন জিনিস বোঝাতে পারে:

১. কর্মচারীদের তথ্যসহ সেসব কর্মচারীদেরকে বোঝায় যাদেরকে বেতন প্রদান করা হয়।

২. সেই পরিমাণটিকেও বেঝাতে পারে যা কর্মচারীদেরকে প্রত্যেক বেতনের সময় প্রদান করা হয়।

৩. অথবা মূলতঃ মজুরি ও কর হিসেব এবং বন্টনের প্রক্রিয়াকে বোঝাতে পারে।

Definition (2):

মাইনে বা বেতনভুক কর্মচারীর তালিকা হলো একটি পদক্ষেপ যা কোম্পানিসমূহ কর্মচারীদের সাথে নিয়ে থাকে। এটা হলো সেই প্রক্রিয়া যার ভেতর দিয়ে কর্মচারীদেরকে বেতন দেয়ার জন্য কোম্পানি যায় ।

Definition in English:

” Payroll is an action that is performed by companies with employees. It's the process the company goes through to pay the employees.” 

Use of the term in Sentences:

  • Have you prepared the payroll?
  • Please include the new employees’ details in the payroll.  
Share it: