"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Net Income or Net Earnings in Bengali

Net Income বা Net Earnings কাকে বলে?

Definition (1):

Net Income বা Net Earnings বা নিট আয় হলো লাভ যা হিসাব করা হয় বিক্রয় থেকে বিক্রয়কৃত পণ্যসমূহের খরচ, বিক্রয়, সাধারণ এবং প্রশাসনিক খরচসমূহ, কার্যনির্বাহের খরচসমূহ, অবচয়, সুদ, কর এবং অন্যান্য খরচসমূহ বাদ দিয়ে।

Definition (2):

একটি সত্তার আয় থেকে একটি হিসাবরক্ষণ সময়কালের জন্য বিক্রয়কৃত পণ্যসমূহের খরচ, যাবতীয় ব্যয় বা খরচসমূহ এবং করসমূহ বাদ দিলে যা থাকে তাকে নিট আয় বলা হয়।

Definition in English:

“Net income - NI is equal to net earnings (profit) calculated as sales less cost of goods sold, selling, general and administrative expenses, operating expenses, depreciation, interest, taxes and other expenses.”

Use of the term in Sentences:

  • The company’s net income or net earnings is remarkable.
  • The company is trying to increase its net income or net earnings
Share it: