"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Marketing in Bengali

Marketing কাকে বলে?

Definition (1):

ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানগত লক্ষ্যসমূহ অর্জন করে এমন বিনিময় সৃষ্টির জন্য পরিকল্পনা, ধারণা নির্বাহ, মূল্যায়ন, প্রচার এবং ধারণা, পণ্য এবং সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে Marketing/মার্কেটিং বা বাজারজাতকরণ বলা হয়।

Definition (2):

মার্কেটিং হলো পণ্য বা সেবাসমূহের প্রচার এবং বিক্রয়ের কাজ বা ব্যবসা; বাজার গবেষণা এবং বিজ্ঞাপণ যার অন্তর্ভূক্ত।

Definition (3):

ব্যবস্থাপনার যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য এবং সেবাসমূহ একটি ধারণা থেকে গ্রাহকসমূহের কাছে পৌঁছায় তাকে বাজারজাতকরণ বলে।

Definition in English:

“The process of planning and executing the conception, pricing, promotion, and distribution of ideas, goods, and services to create exchanges that satisfy individual and organizational objectives.”

Use of the term in Sentences:

  • The company has invested so much money in the marketing of its products.
  • The professor is delivering a lecture on marketing at this varsity.

 

Share it: