"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Manufacturing in Bengali

Manufacturing কাকে বলে?

Definition (1):

উপাদানসমূহ এবং অংশসমূহ থেকে পণ্যসমূহ তৈরীর বাস্তব প্রক্রিয়াসমূহকে Manufacturing বা প্রস্তুতকরণ বলে। শাব্দিকভাবে বললে, কারও হাত দ্বারা কেনোকিছু সৃষ্টি করাকে বলা হয় প্রস্তুতকরণ

Definition (2):

যে প্রক্রিয়ায় কাঁচামাল, উপাদান বা অংশসমূহকে তৈরী পণ্যে রূপান্তরিত করা হয় যাতে একজন গ্রাহকের আকাঙ্খাগুলো পূরণ হয় তাকে প্রস্তুতকরণ বলে।

Definition (3):

প্রস্তুতকরণ হলো হাত বা যন্ত্রের দ্বারা একটি পণ্যের তৈরী হওয়া যা সম্পন্ন হওয়ার পর ব্যবসাটি গ্রাহকের কাছে বিক্রয় করে।

Definition in English:

“The actual processes of making products out of materials and parts: literally, creating something by the work of one’s hands.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company has spent a lot of money on manufacturing the product.
  • The company has not used any animal fat in the manufacturing process of the beauty soap.

 

 

Share it: