"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Liquidity Ratio in Bengali

Liquidity Ratio কাকে বলে?

Definition (1):

একটি প্রতিষ্ঠানের প্রদেয় স্বল্পমেয়াদী দেনাসমূহ পরিশোধ করার ক্ষমতার পরিমাপকে Liquidity Ratio বা তারল্য অনুপাত বলা হয়।

Definition (2):

একটি তারল্য অনুপাত একটি আর্থিক অনুপাত যা নির্দেশ করে যে, একটি কোম্পানির চলতি সম্পদসমূহ কোম্পানিটির প্রদেয় দায়সমূহ পরিশোধের জন্য যথেষ্ট কিনা।

Definition (3):

তারল্য অনুপাতসমূহ এক ধরনের আর্থিক অনুপাত যা একজন দেনাদারের চলতি দায়সমূহ বাহ্যিক মূলধন উত্তোলন না করে পরিশোধ করার ক্ষমতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

Definition in English:

“Measure of a firm’s ability to pay its short-term debts as they come due.”

Use of the term in Sentences:

  • They are different types of liquidity ratios such as cash ratio, current ratio, and acid-test ratio.
  • Is the company able to pay the short-term liabilities according to its liquidity ratios?
Share it: