"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Entrepreneurship in Bengali

Entrepreneurship কাকে বলে?

Definition (1):

Entrepreneurship হলো একটি নতুন ব্যবসার নকশা করা, শুরু করা এবং চালানো, যা প্রায়ই প্রাথমিকভাবে একটি ছোট ব্যবসা হয়। যে ব্যক্তিরা এই ব্যবসাগুলো সৃষ্টি করে তাদেরকে Entrepreneurs বা উদ্যোক্তা বলে।

Definition (2):

একজন ব্যক্তি যিনি একটি প্রতিষ্ঠানকে, বিশেষতঃ একটি ব্যবসাকে, সংগঠিত করেন এবং এর ব্যবস্থাপনা করেন, সাধারণতঃ উল্লেখযোগ্য উদ্যোগ এবং ঝুঁকি নেয়ার মাধ্যমে, তাকে উদ্যোক্তা বলা হয়। আন্ট্রাপ্রেনারশীপ হলো একজন উদ্যোক্তার দায়িত্ব পালন করা।

Definition in English:

” Entrepreneurship is the process of designing, launching and running a new business, which is often initially a small business. The people who create these businesses are called entrepreneurs.”

Use of the term in Sentences:

  • Do you have any idea of the initiatives and risks involved in entrepreneurship?
  • The professor was delivering a lecture on entrepreneurship in the class.
Share it: