"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Collective Bargaining in Bengali

Definition (1):

সংঘ এবং ব্যবস্থাপনার দ্বারা একটি শ্রম চুক্তির সমঝোতাকে Collective Bargaining বা যৌথ দরকষাকষি বলা হয়।

Definition (2):

যৌথ দরকষাকষি হলো নিয়োগকর্তা এবং কর্মচারীদের একটি গোষ্ঠীর মধ্যে সমঝোতার একটি প্রক্রিয়া যার লক্ষ্য হলো কাজের মজুরী, কাজের শর্তাবলী, সুবিধাসমূহ এবং কর্মীদের ক্ষতিপূরণ  এবং অধিকারসমূহ পরিচালনার জন্য চুক্তি করা।

Definition (3):

একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং একটি শ্রমিক সংঘের মধ্যে ভালো বিশ্বাসের প্রক্রিয়া যা মজুরী, শ্রম ঘন্টা, কাজের শর্তাবলী এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়গুলোর সমঝোতার লক্ষে এর কর্মীদের উপস্থাপন করে তাকে যৌথ দরকষাকষি বলে।

Definition in English:

“Negotiation of a labor contract by union and management.”

Use of the term in Sentences:

  • Collective bargaining has helped the workers of this company to get increased wages.
  • Workers of the factory are thanking the collective bargaining process for negotiating their demands.

 

Share it: