"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Bull Market in Bengali

Bull Market কাকে বলে?

Definition (1):

একটি বাজার পরিস্থিতি যেখানে সাধারণতঃ শেয়ারের মানসমূহের উর্ধ্বগতি দেখা যায় এবং বিনিয়োগকারীরা সাধারণত: আশাবাদী থাকে তাকে Bull Market বলা হয়।

Definition (2):

একটি বুল মার্কেট হলো সমষ্টিগত শেয়ারসমূহের একটি আর্থিক বাজারের পরিস্থিতি যেখানে মূল্যসমূহ বাড়তে থাকে বা বাড়ার আশা করা হয়। বুল মার্কেট শব্দটি প্রায়সই শেয়ার বাজারের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু যেকোন কিছু যার বেচাকেনা হয় যেমন: বন্ড, জমি, মুদ্রা, এবং পণ্যসমূহের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়।

Definition in English:

“A market condition in which stock values are generally rising and investors are generally optimistic.”

Use of the term in Sentences:

  • In a bull market, prices are generally rising.
  • Generally, investors are optimistic in a bull market.
Share it: