"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Breakeven Analysis in Bengali

Breakeven Analysis কাকে বলে?

Definition (1):

একটি প্রতিষ্ঠান কতগুলো পণ্য বিভিন্ন মূল্যে বিক্রয় করলে সব খরচসমূহ পুনরুদ্ধার করে একটি মুনাফা অর্জন করা শুরু করতে পারে তা নির্ধারণ করাকে Breakeven Analysis বা ব্রেকইভেন বিশ্লেষণ বলা হয়।

Definition (2):

ব্রেকইভেন বিশ্লেষণ হলো সেই বিন্দুর হিসেব করা যেখানে আয়সমূহ খরচসমূহের সমান হয়।

Definition (3):

কোন্ বিন্দুতে একটি প্রতিষ্ঠান বা একটি নতুন পণ্য বা সেবা লাভজনক হবে তা নির্ধারণের একটি উপকারী উপায় হলো ব্রেকইভেন বিশ্লেষণ।

Definition in English:

“A determination of how many product units must be sold at various prices for a firm to recover costs and begin making profit.”

Use of the term in Sentences:

  • The company is now engaged in breakeven analysis.
  • You should perform a breakeven analysis to determine when you can start to make a profit.
Share it: