"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Brand in Bengali

Brand কাকে বলে?

Definition (1):

একটি কোম্পানী যে নাম, স্বাক্ষর, চিহ্ন, বা নক্শা ব্যবহার করে এর পণ্যকে অন্যদের পণ্য থেকে পৃথক করে তাকে Brand বা ব্র্যান্ড বলা হয়।

Definition (2):

অনন্য নক্শা, স্বাক্ষর, চিহ্ন, শব্দসমূহ বা এসব কিছুর একটা সমন্বয় যা একটি ভাবমূর্তি তৈরীতে ব্যবহৃত হয় যা একটি পণ্যকে সনাক্ত করে এবং একে এর প্রতিদ্বন্দ্বীদের থেকে পৃথক করে তাকে ব্র্যান্ড বলে।

Definition (3):

একটি ব্র্যান্ড হলো একটি পণ্য, সেবা, বা ধারণা যা প্রকাশ্যে অন্যান্য পণ্যসমূহ, সেবাসমূহ বা ধারণাসমূহ থেকে ভিন্ন যাতে একে সহজে এবং যথারীতি প্রচার এবং বাজারজাতকরণ করা যায়।

Definition in English:

“A name, sign, symbol, or design a company uses to distinguish its product from others.”

Use of the term in Sentences:

  • Jim is so brand loyal that he won’t take any other soft drink.
  • The company is applying different strategies to maintain its brand image.
Share it: