"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Asset in Bengali

Asset কাকে বলে?

Definition (1):

ব্যবসার মালিকানায় থাকা মূল্যবান যেকোনো কিছু যা ব্যবসার কার্যাবলীতে লাগে তাকে Asset বা সম্পদ বলা হয়।

Definition (2):

একটি সম্পদ হলো একজন ব্যক্তি বা একটি কোম্পানি বা দেশের মালিকানায় বা নিয়ন্ত্রণে থাকা একটি পুঁজি যা এই প্রত্যাশায় রাখা হয় যে, এটি ভবিষ্যতে একটি সুবিধা প্রদান করবে।

Definition (3):

একটি ব্যয় খরচ যার ভবিষ্যতের একাধিক হিসাবরক্ষণ সময়কাল ধরে উপযোগিতা থাকে তাকে সম্পদ বলে।

Definition in English:

“Anything of value owned by the business and used in the operation.”

Use of the term in Sentences:

  • The company is making a list of all its assets.
  • The company is selling all its old assets and buying new ones.
Share it: