"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Analytics in Bengali

Analytics কাকে বলে?

Definition (1):

Analytics বা বৈশ্লেষিক ন্যায় বা বৈশ্লেষিক জ্যামিতি হলো তথ্যাবলীর অর্থপূর্ণ ধরনের আবিষ্কার, ব্যাখ্যা দান, এবং যোগাযোগ। এটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণে তথ্যাবলীর ধরনের প্রয়োগকেও অন্তর্ভূক্ত করে।

Definition (2):

তথ্যাবলী যে সংবাদ বা জ্ঞান বহন করে, ক্রমবর্ধিতভাবে বিশেষজ্ঞ ব্যবস্থাসমূহ এবং সফ্টওয়্যারের সাহায্যে, তার সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হতে তথ্যাবলী বিশ্লেষণের প্রক্রিয়াকে বৈশ্লেষিক ন্যায় বা বৈশ্লেষিক জ্যামিতি বলা হয়।

Definition in English:

”Analytics is the discovery, interpretation, and communication of meaningful patterns in data. It also entails applying data patterns towards effective decision making.”

Use of the term in Sentences:

  • The organization makes important decisions based on its analytics.
  • Analytics helps to apply different patterns of data in making important decisions.
Share it: