"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Accounts Receivable Turnover in Bengali

Accounts Receivable Turnover কাকে বলে?

Definition (1):

এক বছরের মধ্যে কতোবার গড় প্রাপ্য হিসাবসমূহ সংগৃহীত হয়েছে তাকে Accounts Receivable Turnover বলা হয়।

Definition (2):

এ্যাকাউন্টস্ রিসিভেবল্ টার্নওভার হলো একটি হিসাবরক্ষণ পরিমাপক যা একটি কোম্পানির প্রাপ্য বা গ্রাহকদের কাছ থেকে পাওনা টাকা সংগ্রহের দক্ষতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

Definition (3):

এ্যাকাউন্টস্ রিসিভেবল্ টার্নওভার একটি সময়ে নিট পাওনায় বিক্রয় এবং সেই সময়ে গড় প্রাপ্য হিসাবের একটি অনুপাত ।

Definition in English:

“The number of times per year that the average accounts receivable is collected; computed by dividing net sales by average net accounts receivable.”

Use of the term in Sentences:

  • Have you calculated the accounts receivable turnover accurately?
  • You should divide net sales by average net accounts receivable to get accounts receivable turnover. 
Share it: