English Grammar
Errors in English
Errors in Making Comparisons (Part-2)General similarity- similar to and Similar: Similar to এবং similar দুটোর অর্থই এক। Similar to দুটি noun এর মাঝে তুলনা বোঝায় এবং তাদের মাঝে বসে; similar ও একই কাজে ব্যবহৃত হয় তবে similar বসে noun দুটোর পরে অথবা একটা plural noun এর পরে বাক্যের একেবারে শেষে।
Errors in Making ComparisonsConfusion of Degrees of Comparison: Incorrect: Jack is the poorest of the two students, Jack and Jim. Correct: Jack is the poorer of the two students, Jack and Jim. Note: দুটির মধ্যে একটিকে বেছে নেয়ার অর্থ প্রকাশ করলে এবং two কথাটির উল্লেখ থাকলে comparative-এর আগে the এবং পরে of বসে। আর ঐ two কথাটির পূর্বেও the বসে।
Errors in Using Conjunctions (Part-2)Pronoun following Than
‘Than’ word-টি প্রকৃতপক্ষে conjunction না preposition এটা নিয়ে অনেকের মধ্যে confusion বা contradiction লক্ষ্য করা যায়। তবে প্রকৃতপক্ষে ‘than’ conjunction এবং preposition দুটিরই কাজ করে থাকে।
Errors in Using ConjunctionsAs… as, So ….as: Incorrect: Max is not as tall as his brother, Miller. Correct: Max is not so tall as his brother, Miller. Note: Positive বা হ্যাঁ-বোধক তুলনার ক্ষেত্রে as …as, আর negative বা না-বোধক তুলনার ক্ষেত্রে ‘so …as’ correlative conjunction বসে।
Errors in Using AdverbsAdverbs Mistaken for a Pronoun: Incorrect: My greatest thirst is when I work hard in a strong sun. Correct: My greatest thirst is that which comes when I work hard in a strong sun. (এখানে thirst= ‘that’ pronoun দেখানো হয়েছে)
Avoiding Redundancies in English Grammar (Part-2)Sufficient enough: Incorrect: The money that I have is sufficient enough for paying the bill. Correct: The money that I have is sufficient for paying the bill. Note: Sufficient=enough=পর্যাপ্ত, যথেষ্ট
Avoiding Redundancies in English GrammarAny and all: ‘Any and all’ কোন বাক্যে একসাথে ব্যবহৃত হলে তা হবে redundant কারণ এদের একটিই প্রয়োজনীয় meaning দিতে পারে; দুটোর দরকার হয় না। Incorrect: Any and all of the logs can be used as firewood. Correct: Any of the logs can be used as firewood.
Errors in Using Punctuations বাক্যে punctuation বা বিরাম চিহ্নের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এটি বাক্যের অর্থের নির্দেশক এবং নির্ধারক হিসেবে কাজ করে। কোন একটা বাক্যে বিরাম চিহ্নের তারতম্যের ভিত্তিতে অর্থের তারতম্য ঘটে থাকে।
Errors in Using Nouns: (Part-2)Plural Nouns Commonly Misused as Singulars: Incorrect: His clothes is certainly expensive. Correct: His clothes are certainly expensive.
Errors in Using NounsDetermining the Real Subject: Incorrect: A list of seventy students have been sent to me. Correct: A list of seventy students has been sent to me. Incorrect: The cluster of grapes are thick. Correct: The cluster of grapes is thick.