"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Voltage in Bengali

Voltage কাকে বলে?

Definition (1):

Voltage, বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্য, বৈদ্যুতিক চাপ বা বৈদ্যুতিক টান হলো দুই বিন্দুর মধ্যে বৈদ্যুতিক সম্ভাবনার পার্থক্য।

Definition (2):

বৈদ্যুতিক ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে চার্জের সম্ভাব্য পার্থক্যের পরিমাণগত অভিব্যক্তি ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ বা বৈদ্যুতিক টান তড়িচ্চালক বল হিসাবেও অভিহিত করা হয়। ভোল্টেজ যতো বেশী হয়, প্রবাহের একটি প্রদত্ত রোধের জন্য একটি পরিবাহী বা অর্ধপরিবাহী মাধ্যমের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহও ততো বেশী হয়।

Definition in English:  

”Voltageelectric potential differenceelectric pressure or electric tension is the difference in electric potential between two points.”

Use of the term in Sentences:

  • Electromotive force is another name of the voltage.
  • Alice has got a free voltage stabilizer with the refrigerator.
Share it: