"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Vertical Integration in Bengali

Vertical Integration কাকে বলে?

Definition (1):

একটি বাজারজাতকরণ গতিপথের দুই বা ততোধিক কার্যাবলীকে একটি ব্যবস্থাপনার অধীনে সমন্বিত করাকে Vertical Integration বা উলম্ব সংযুক্তিকরণ বলা হয়।

Definition (2):

উলম্ব সংযুক্তিকরণ হলো একটি কৌশল যেখানে একটি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যাবলী একই উলম্ব উৎপাদন ব্যবস্থার অধীনে অর্জন করে।

Definition (3):

একই শিল্পের উৎপাদন এবং/বা বিতরণের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানসমূহের সংযোগকে ভার্টিকাল ইন্টিগ্রেশন বলে।

Definition in English:

“Combining two or more functions of a marketing channel under one management.”

Use of the term in Sentences:

  • The company is thinking of applying vertical integration to increase its profit margin.
  • I think the company should try vertical integration to increase its production efficiency.
Share it: