"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Target Market in Bengali

Definition (1):

একটি গোষ্ঠী যাদের প্রতি একটি প্রতিষ্ঠান তাদের বাজারজাতকরণ কার্যাবলী নির্দেশিত করে তাকে Target Market বা উদ্দীষ্ট বাজার বলা হয়।

Definition (2):

উদ্দীষ্ট বাজার হলো একটি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবাসমূহ ক্রয় করতে বেশ আগ্রহী ভোক্তাদের বা প্রতিষ্ঠানসমূহের একটি গোষ্ঠী ।

Definition (3):

যে বাজারের কাছে একটি প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাসমূহ বিক্রয় করতে চায় এবং যে বাজারের অন্তর্ভূক্ত হলো একটি নির্দিষ্ট গ্রাহকসমূহের সমষ্টি যাদের প্রতি প্রতিষ্ঠানটির বাজারজাতকরণ কার্যাবলী নির্দেশিত হয় তাকে উদ্দীষ্ট বাজার বলে।

Definition in English:

“A group to which a firm directs its marketing activities.”

Use of the term in Sentences:

  • The company has specially designed this product for the target market.
  • The marketing team has made a mistake in applying the marketing strategy for the target market of the new market.

 

 

Share it: