"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Quality of Work Life (QWL) in Bengali

Definition (1):

Quality of Work Life (QWL) বা কর্মজীবনের মান হলো ব্যবস্থাপনামূলক অনুষ্ঠানসমূহ যা কাজ, মানুষ এবং কাজের শর্তসমূহের উন্নততর ব্যবস্থাপনার মাধ্যমে ফলাফল বৃদ্ধি করে যেমন: উৎপাদন ক্ষমতা বা কার্যক্ষমতা বৃদ্ধি।

Definition (2):

কর্মজীবনের মান একটি অপেক্ষাকৃত নতুন ধারণা যাকে সংজ্ঞায়িত করা হয় একজন ব্যক্তির কর্মজীবনের সামগ্রিক মান হিসেবে।

Definition (3):

কর্মজীবনের মান একটি ধারণা যা সামগ্রিকভাবে একজন কর্মচারীর ওপর আলোকপাত করে একজন ব্যক্তি হিসেবে শুধু তার দ্বারা কাজের ওপর নয়।

Definition in English:

“Managerial programs that increase outcomes such as productivity or performance by better management of jobs, people, and working conditions.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • The company is focusing on quality of work life to increase its production.
  • The manager is working very hard for the betterment of quality of work life.
Share it: