"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Psychology in Bengali

Psychology কাকে বলে?

Definition (1):

আচরণ এবং মনের বিজ্ঞানকে Psychology বা মনোবিজ্ঞান বলা হয় । সচেতন এবং অচেতন ঘটনার পাশাপাশি বোধ এবং চিন্তাভাবনার অধ্যয়ন মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এর অধ্যয়নের একটা বিশাল ক্ষেত্র আছে।

Definition (2):

আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশন অনুসারে মনোবিজ্ঞান হলো মন এবং আচরণের অধ্যয়ন। এটা মন কি, তা কিভাবে কাজ করে এবং কিভাবে তা আচরণকে প্রভাবিত করে, সে বিষয়ে আলোচনা করে।

Definition in English:  

”Psychology is the study of the mind and behavior, according to the American Psychological Association.”

Use of the term in Sentences:

  • Psychology is an in-depth study of the human mind and its effect on human behavior.
  • The professor is delivering a lecture on psychology in the class.
Share it: