"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Municipal Bonds in Bengali

Municipal Bonds কাকে বলে?

Definition (1):

বিদ্যালয়, হাসপাতাল, রাস্তা, এবং অন্যান্য নাগরিক প্রকল্পসমূহ অর্থায়নের জন্য রাষ্ট্র, শহর, এবং অন্যান্য পৌরসভাগুলোর দ্বারা ইস্যুকৃত বন্ডগুলোকে Municipal Bonds বা পৌর বন্ড বলা হয়।

Definition (2):

একটি পৌর বন্ড হলো একটি রাষ্ট্র, পৌরসভা বা দেশের মূখ্য ব্যয়ভারগুলো অর্থায়নের জন্য এর দ্বারা ইস্যুকৃত একটি ঋণ দলিল।

Definition (3):

স্থানীয় সরকারগুলোকে বিনিয়োগকারীদের দেয়া ঋণসমূহকে পৌর বন্ড বলে। এগুলো শহর, রাষ্ট্র, দেশ, বা অন্যান্য স্থানীয় সরকারসমূহ দ্বারা ইস্যু করা হয়।

Definition in English:

“Bonds issued by states, towns, and other municipalities to finance schools, hospitals, roads, and other civic projects.”

Use of the term in Sentences:

  • Many investors are interested to invest their money into municipal bonds.
  • The interest paid by municipal bonds is lower than most other securities. 
Share it: