"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Matters in Bengali

Matters কাকে বলে?

Definition (1):

Matters বা পদার্থসমূহ বলতে সাধারণতঃ বাহ্যিক বস্তুসমূহ যা মন এবং আত্মা থেকে পৃথক তাদেরকে বোঝায়; পদার্থবিজ্ঞানে, যা স্থান দখল করে এবং যার স্থিতিভর আছে, বিশেষতঃ যা শক্তি থেকে পৃথক।

Definition (2):

পদার্থ একটি বস্তু যার জড়তা আছে এবং যা বাহ্যিক স্থান দখল করে। আধুনিক পদার্থবিজ্ঞানের মতে, পদার্থে বিভিন্ন ধরণের কণা থাকে, যার প্রত্যেকটির ভর ও আকার থাকে।

Definition (3):

ইংরেজীতে, ম্যাটারস্ বা ব্যাপারসমূহ হলো পরিস্থিতিসমূহ বা বিষয়সমূহ যা নিয়ে কাজ করা হচ্ছে বা যা বিবেচনাধীন আছে।

Definition in English:

“Physical substance in general, as distinct from mind and spirit; (in physics) that which occupies space and possesses rest mass, especially as distinct from energy.”

Use of the term in Sentences:

  • The professor has asked the definition of matters.
  • We will discuss the matters in the next meeting.
Share it: