"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Marketing Research Process in Bengali

Definition (1):

সমস্যা চিহ্নিতকরণ, গবেষণার নকশা করা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপসংহারসমূহ- এই ধাপগুলোর ক্রমকে Marketing Research Process বা বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়া বলা হয়।

Definition (2):

সমস্যা চিহ্নিতকরণ, গবেষণার পরিকল্পনা তৈরী করা, প্রাসঙ্গিক তথ্য ও উপাত্ত সংগ্রহ, উপাত্ত ও বিবরণী থেকে খুঁজে পাওয়া বিষয়সমূহের ব্যখ্যা এবং পদক্ষেপ গ্রহণ-এই ধাপগুলোর ক্রমকে বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়া বলে।

Definition (3):

বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়া বলতে কতগুলো সংঙ্গায়িত পর্যায়ের সমন্বয় বোঝায় যার মাধ্যমে বাজারজাতকরণের তথ্য সংগ্রহ করা হয়।

Definition in English:

“Series of steps consisting of problem definition, research design, data collection, data analysis, interpretation, and conclusions.”

Use of the term in Sentences:

  • Problem definition is the first step of the marketing research process.
  • I think this information will help you in the marketing research process.
Share it: