"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Marketing Research in Bengali

Definition (1):

বাজারজাতকরণের সিদ্ধান্তে নির্দেশনার জন্য তথ্যের নিয়মানুগ সংগ্রহ, লিপিবদ্ধকরণ এবং বিশ্লেষণকে Marketing Research বা বাজারজাতকরণ গবেষণা বলা হয়।

Definition (2):

বাজারজাতকরণ গবেষণা হলো মানুষ বা প্রতিষ্ঠানসমূহের অর্থাৎ একটি বাজার সম্পর্কে তথ্যের নিয়মানুগ সংগ্রহ করা এবং তারপর সেই তথ্যের বিশ্লেষণ করা যাতে সেই গোষ্ঠীটির কি প্রয়োজন সেই সম্পর্কে ভালোভাবে বোঝা যায়।

Definition (3):

বাজারের অবস্থা সম্পর্কে তথ্যের নিয়মানুগ সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যাকে বাজারজাতকরণ গবেষণা বলে।

Definition in English:

“The systematic gathering, recording, and analyzing of information for guiding marketing decisions.”

Use of the term in Sentences:

  • The marketing team is engaged in marketing research because the company is thinking of launching a new product.
  • I think you have not done proper marketing research.

 

 

Share it: