"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Humanistic Philosophy in Bengali

Definition (1):

Humanistic Philosophy বা মানবিক দর্শন হলো কিছু সমষ্টিগত নৈতিক নীতি যা ব্যক্তির অধিকার এবং মূল্যবোধের ওপর আলোকপাত করে।

Definition (2):

এই দর্শন হলো কিছু নির্দিষ্ট সমষ্টিগত ধারণা। মানবিক দার্শনিকরা ধার্মিক হন না; তারা বিধাতা বা স্রষ্টায় বিশ্বাস করেন না। তারা পার্থিব জীবন এবং কি দেখতে বা শুনতে পারছেন তা নিয়েই বেশী চিন্তিত।

Definition (3):

এই দর্শন অনুসারে, মানুষের শেখার অসীম ক্ষমতা আছে। মানবিক দার্শনিকরা স্বাধীনতা এবং স্বায়ত্ত শাসন, বিশ্বাস, সক্রিয় সহযোগিতা এবং অংশগ্রহণ, এবং আত্মনির্দেশিত শিক্ষার ওপর জোর প্রয়োগ করেন।

Definition in English:

“A set of moral principles focusing on individual rights and values.” -Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Those who follow humanistic philosophy are not religious.
  • Allen is a follower of humanistic philosophy and always talks of rights and values of individuals.
Share it: