"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Financial Management in Bengali

Financial Management কাকে বলে?

Definition (1):

Financial Management বা আর্থিক ব্যবস্থাপনা বলতে আর্থিক কর্মকান্ডের পরিকল্পনা, সংগঠণ, নির্দেশনা এবং নিয়ন্ত্রণকে বোঝায় যেমন: প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ এবং সদ্ব্যবহার করা। এর অর্থ প্রতিষ্ঠানের আর্থিক সম্পদসমূহে সাধারণ ব্যবস্থাপনার নীতিসমূহের প্রয়োগ।

Definition (2):

আর্থিক ব্যবস্থাপনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে আর্থিক সম্পদসমূহের পরিকল্পনা, সংগঠণ, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের একটি প্রক্রিয়া।

Definition in English:

”Financial Management means planning, organizing, directing and controlling the financial activities such as procurement and utilization of funds of the enterprise.”

Use of the term in Sentences:

  • A businessman should be good at financial management to run his business properly.
  • The professor is delivering a lecture on financial management.
Share it: