"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Financial Futures in Bengali

Financial Futures কাকে বলে?

Definition (1):

যে চুক্তি এর ক্রেতাকে একটি নির্দিষ্ট আর্থিক দলিল ক্রয় বা বিক্রয়ের তাগিদ দেয় তাকে Financial Futures বা আর্থিক ফিউচার্স বলা হয়।

Definition (2):

বর্তমানে প্রবেশকৃত একটি চুক্তি যা ভবিষ্যতের কোন নির্দিষ্ট তারিখে প্রদেয় একটি বিক্রয়মূল্যের বিনিময়ে একটি নির্দিষ্ট সম্পদ প্রদানের নিশ্চয়তা দেয় তাকে আর্থিক ফিউচার্স বলে।

Definition (3):

ফিনানশিয়াল ফিউচার্স হলো ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট মূল্যে একটি নির্দিষ্ট আর্থিক দলিল (যেমন: ট্রেজারি বিল, জমার সনদ, বা বৈদেশিক মুদ্রাসমূহ) ক্রয় বা বিক্রয়ের ফিউচার্স চুক্তি।

Definition in English:

“A future that requires the purchaser to buy or sell a specific financial instrument.”

Use of the term in Sentences:

  • Are you thinking of investing your funds in financial futures?
  • Financial futures involve some level of risk.
Share it: