"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Entrepreneur in Bengali

Definition (1):

Entrepreneur বা উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি একটি ব্যবসা সংগঠিত এবং এর ব্যবস্থাপনা করতে প্রয়োজনীয় ঝুঁকি নেন এবং আর্থিক মুনাফা ও অন্যান্য অনার্থিক পুরস্কার লাভ করেন।

Definition (2):

Entrepreneur বা উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি এক বা একাধিক ব্যবসা গড়ে তোলেন এবং মুনাফা লাভের আশায় আর্থিক ঝুঁকি নেন।

Definition (3):

Entrepreneur বা উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি শুধু একজন কর্মচারী হিসেবে কাজ না করে একটি ব্যবসা অর্থায়ন এবং পরিচালনা করেন এবং উদ্যোগের সব ঝুঁকি ও পুরস্কার অনুধাবন করেন।

Definition in English:

“A person who takes the risks necessary to organize and manage a business and receives the financial profits and nonmonetary rewards.” - Steven J. Skinner & John M. Ivancevich

Use of “Entrepreneur” in Sentences:

  • Everyone cannot become a successful entrepreneur.
  • A person should have the capability of funding and running a small business and assuming all the possible risks and rewards of that business to become an entrepreneur.

 

Share it: