"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Developmental Disorder in Bengali

Developmental Disorder কাকে বলে?

Definition (1):

Developmental Disorder বা বিকাশজনিত ব্যাধি বা বিকাশগত অক্ষমতার অর্থ ২২ বছর বয়সের মধ্যে একজনের মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তির একটি গুরুতর, দীর্ঘস্থায়ী অক্ষমতা যা অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকতে পারে এবং ফলস্বরূপ জীবনের তিন বা ততোধিক প্রধান কর্ম সম্পাদন ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী সীমাবদ্ধতার সৃষ্টি করতে পারে।

Definition (2):

 বিকাশজনিত ব্যাধি শৈশবকাল থেকেই উদ্ভূত মনোরোগ-সংক্রান্ত অবস্থাসমূহের একটি গ্রুপের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক দুর্বলতার বা অক্ষমতার কারণ হয়ে দাঁড়ায়।

Definition in English:

”Developmental disorders comprise a group of psychiatric conditions originating in childhood that involve serious impairment in different areas.”

Use of the term in Sentences:

  • This hospital has special therapeutic arrangements for developmental disorders.
  • Aric is doing a special course on the developmental disorder.
Share it: