"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Create the storyboard in Bengali

Create the storyboard কাকে বলে?

Definition (1):

"স্টোরিবোর্ড" শব্দটি গল্পের চিত্রগুলিকে বোর্ডে পিন দিয়ে আটকানো থেকে এসেছে। এটি চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া চলাকালীন পৃথক চিত্র এবং দৃশ্যগুলিতে দ্রুত পরিবর্তন আনতে সাহায্য করে। Create the storyboard বা স্টোরিবোর্ড তৈরী  সহজেই পুরো অ্যানিমেশন টিমসহ চলচ্চিত্র বা ভিডিও-র মূল দৃশ্যগুলি,ক্যামেরার চলন এবং পটভূমিটি মানুষের কাছে পৌঁছে দেয়।

Definition (2):

একটি স্টোরিবোর্ডে অসংখ্য ক্ষুদ্র চিত্র থাকে যা আপনার ভিডিওর প্রবাহের রূপরেখা দেয়। প্রতিটি চিত্রে পাঠককে স্টোরিবোর্ডটি বোঝাতে সহায়তা করার জন্য কিছু ব্যাখ্যামূলক টীকা দেয়া থাকে। স্টোরিবোর্ড তৈরীর মূলতঃ সাতটি ধাপ থাকে, যেমন: ১) লক্ষ্যগুলোকে সংজ্ঞায়িত করা, ২) মস্তিষ্কের চিন্তা ও বুদ্ধির সাহায্যে বিভিন্ন নতুন ধারণা সৃষ্টি করা, ৩) আপনার গল্পের জন্য একটি সময়রেখা সৃষ্টি করা, ৪) ছবি আঁকা শুরু করা, ৫) অতিরিক্ত টীকাসমূহ যোগ করা, ৬) কোনো সহকর্মীকে স্টোরিবোর্ডটি দেখিয়ে একটি দ্বিতীয় পরামর্শ চাওয়া, ৭) স্টোরিবোর্ডটিকে সংশোধন করা।

Definition in English:

“A storyboard comprises numerous thumbnail images which outline the flow of your video.”

Use of the term in Sentences:

  • You can take help and opinion from your colleague while creating the storyboard.
  • First, you need to specify your goals to create the storyboard.
Share it: