"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Over-the-Counter (OTC) Market in Bengali

Over-the-Counter (OTC) Market কাকে বলে?

Definition (1):

বহু হাজার ব্রোকার যারা ব্যবসায়িক যোগাযোগ করে NASDAQ (National Association of Securities Dealers Automated Quotation System)-এর মাধ্যমে, তাদের একটি বৈদ্যুতিক নেটওয়ার্ককে Over-the-Counter (OTC) Market বলা হয়।

Definition (2):

ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) বাজার হলো একটি কেন্দ্রীয় বাস্তব অবস্থান ছাড়া একটি বিকেন্দ্রীভূত বাজার যেখানে বাজারে অংশগ্রহণকারীরা পরস্পরের সাথে বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেমন: টেলিফোন, ই-মেইল এবং মালিকানাধীন বৈদ্যুতিক বাণিজ্য ব্যবস্থাসমূহের সাহায্যে বাণিজ্য করে।

Definition in English:

“An electronic network of several thousand brokers who communicate trades through NASDAQ.”

Use of the term in Sentences:

  • Bonds, derivatives, equities, structured products, and currencies are primarily traded in over-the-counter (OTC) markets.
  • Trading on the over-the-counter (OTC) market involves liquidity and counterparty risks.
Share it: