"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Common English Lessons

Phrases to Talk about Weatherবাংলাদেশ গ্রীষ্ম প্রধান দেশ। তাই শীতকালটা আমরা কম বেশী সবাই দারুণভাবে উপভোগ করি। শীতের আবহাওয়ায় আমরা মেতে উঠি পিঠা খাওয়ার উৎসব, বনভোজন এবং অন্যান্য নানা উৎসব ও অনুষ্ঠান পালনে। আবহাওয়ার এই পরিবর্তনটা আপনি বিভিন্ন অভিব্যক্তি ব্যবহার করে প্রকাশ করতে পারেন। এখানে আমরা তেমনি কিছু অভিব্যক্তি নিয়ে আলোচনা করবো।
Phrases to Talk about Rainবাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। বর্ষাকাল ছাড়াও বছরের অন্যান্য সময়ও বৃষ্টি হতে দেখা যায়। তবে পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের চেয়েও বেশী বৃষ্টি হয়। বৃষ্টি আমাদের অনেকেরই খুব প্রিয়, আবার অনেকে বৃষ্টি তেমন একটা পছন্দ করেন না। এখানে আমরা এমন দশটি phrase নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি বৃষ্টি নিয়ে কথা বলার সময় ব্যবহার করতে পারেন।
Phrases to Talk about Good Ideasবন্ধুদের কাছ থেকে, কর্মক্ষেত্রে বা অন্য কোন পরিস্থিতিতে আমরা অনেক সময় কোনো কিছু সম্পর্কে ধারণা বা বুদ্ধি চেয়ে থাকি এবং অনেককে ধারণা দিয়েও থাকি। এখানে আমরা এমন কিছু প্রয়োজনীয় অভিব্যক্তি আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি বলতে পারেন যে, আপনার কারও ধারণা বা বুদ্ধিটা পছন্দ হয়েছে।
Phrases to Express Surpriseঅনেক সময় আপনি এমন কোনো কিছু দেখেন বা শোনেন যা আপনি আশা করেননি। হতে পারে সেটা কোনো অনাকাঙ্খিত ঘটনা বা এক টুকরো তথ্য। এখানে আমরা এমন দশটি অভিব্যক্তি আলোচনা করবো যা প্রকাশ করবে যে আপনি কতোটা বিস্মিত।
Phrases Used at Shopping Mallsদৈনন্দিন প্রয়োজনে আমাদের প্রায়ই শপিং মল বা বিপনী বিতানে যেতে হয়। সেখানে আমরা সাধারণতঃ ইংরেজীতে কিছু কথা বা phrase শুনে থাকি। এই phrase-গুলোর কিছু ক্রেতারা এবং কিছু বিক্রেতারা ব্যবহার করে থাকেন। এগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করবো।
14 Idioms Starting with “Bear”Bear a brave face- সাহসের সাথে মোকাবেলা করা (to confront bravely); Bear a loss- ক্ষতি স্বীকার করা (to accept a loss); Bear a resemblance- দেখতে একইরকম লাগা (to be similar to); Bear away the bell- প্রথম হওয়া (to be the first)
Phrases to Express Sometimesযখন আপনি কোনো কিছু কতবার ঘটেছে সেই ব্যাপারে কথা বলেন, অনেকগুলো অভিব্যক্তি আছে যেগুলো দিয়ে আপনি প্রায়ই, মাঝেমাঝে বা কোন উপলক্ষে এমন ধরনের অর্থগুলো বুঝিয়ে থাকেন। এখানে আমরা তেমনি কিছু ইংরেজী অভিব্যক্তি নিয়ে আলোচনা করবো।
Phrases to Say You Don’t Knowঅনেক সময় এমন হয় যে, কেউ হয়তো আপনাকে কোন প্রশ্ন করলো কিন্তু উত্তরটি আপনার জানা নেই। আমরা এখানে এমন দশটি phrase আলোচনা করবো যেগুলো আপনি তখন ব্যবহার করতে পারেন যখন আপনি কোনো ব্যাপারে জানেন না।
Phrases to Express You Are Unwellযখন কেউ আপনাকে জিজ্ঞেস করে, “আপনি কেমন আছেন?” বা “তুমি কেমন আছো?”, কখনও কখনও হয়তো আপনি ভালো থাকতে নাও পারেন। অনেকে অনেক সময় মিথ্যেই বলে যে,” ভালো আছি” । কিন্তু আপনি যদি সত্যি কথা বলতে চান, তাহলে নিচের দশটি phrase ব্যবহার করে উত্তর দিতে পারেন।
Phrases to Express Something is Goodআপনি লক্ষ্য করলে দেখবেন যে, অনেক সময় কোনো কিছুকে ভালো বোঝাতে ইংরেজীতে good এবং nice শব্দগুলো কথা বলার এবং লেখার সময় একটু বেশী মাত্রায় ব্যবহার করে ফেলেন। কথাগুলো শুনতে বা পড়তে আরও বেশী ভালো লাগবে যদি আপনি ভিন্ন কিছু শব্দ ব্যবহার করেন। এরকম অনেক শব্দ আছে, যেগুলো আমরা এখানে ব্যবহার করবো।