"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Common English Lessons

Phrases to Express Your Angerআপনি অনেক কারণেই রাগ করতে পারেন। যেমন: তীব্র যানজট, মানুষের ট্রাফিক আইন ভাঙা, অযথা হর্ণ বাজানো এবং এমনি আরও অনেক কারণ থাকতে পারে। এখানে আমরা এমন দশটি phrase নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি রাগ হলে ব্যবহার করতে পারেন।
Stationery Shop Itemsযখন কোনো স্টেশনারী দোকানে যান, তখন আপনি পরিচিত অনেক জিনিস সেখানে দেখতে পান। কিন্তু সেগুলোর আসল নাম কি আপনার জানা আছে? এখানে, আমরা সেরকমই দশটি প্রচলিত জিনিস নিয়ে আলোচনা করবো।
Phrases to Thank Peopleইংরেজরা বিভিন্ন উপায়ে মানুষকে ধন্যবাদ জানায় এবং কেউ কোনো উপহার দিলে বা দয়ালু কোনো কাজ করলে নানান ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। এখানে সেগুলোর মধ্যে দশটি আলোচনা করা হলো: Thanks. [ধন্যবাদ]; Cheers. [চিয়ার্স]; Thank you very much. [অনেক ধন্যবাদ]
Phrases to Talk about Likesআপনি অনেক সময় আপনার শখ এবং পছন্দের জিনিসগুলো নিয়ে কথা বলে থাকেন। কিন্তু ব্যাকরণ বইয়ের উদাহরণগুলো শুনতে ততোটা স্বাভাবিক শোনায় না। এখানে আমরা এমন দশটি অভিব্যক্তি নিয়ে আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি খুব পছন্দ করেন এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন।
6 Idioms Starting with “Behind”Behind bars- কারাগারে (in prison); Behind closed doors- রুদ্ধদার বা গোপনে, জনগণের যোগদান থেকে বিরত থাকা (without the public being attended); Behind one’s back- কারও অনুপস্থিতিতে বা পশ্চাতে (in the absence of someone)
10 Idioms Starting with “Beat”Beat a retreat- অপ্রীতিকর কিছু এড়িয়ে চলা (to avoid danger); Beat about the bush- কাজের কথায় না এসে বাজে কথা বলা (talk irrelevantly); Beat black and blue- নির্মমভাবে প্রহার করা (to beat mercilessly)
Phrases to Say Helloআপনি যাদেরকে চেনেন বা চেনেন না তাদেরকে সম্ভাষণ জানানোর বিভিন্ন ধরনের উপায় আছে। এখানে আমরা তেমনি সব phrase-গুলোর মধ্যে সেরাগুলো নিয়ে আলোচনা করবো। Hi. [হাই]- এটা সবচেয়ে প্রচলিত একটি সম্ভাষণ। এর উত্তরেও শ্রোতা একই কথা বলবে।
Phrases to Express Dislikeআমাদের সবারই কিছু অপছন্দের বিষয় আছে। অনেক সময় আমাদের অনেক কিছুতে আগ্রহ থাকেনা এবং আমরা সেগুলো ঘৃণা করি। এখানে আমরা এমনই দশটি অভিব্যক্তি নিয়ে আলোচনা করবো যেগুলো ব্যবহার করে আপনি আপনার অপছন্দের বিষয়গুলো সম্পর্কে কথা বলতে পারেন। এখানে classical music সম্পর্কে বলা হয়েছে। আপনি এর স্থানে আপনার অপছন্দের কোন বিষয় ব্যবহার করতে পারেন।
Phrases to Tell People Your Jobযখন মানুষ আপনাকে জিজ্ঞেস করে যে, ’আপনি কি করেন?’, তার উত্তর আপনি বিভিন্নভাবে দিতে পারেন। নিচের সব উদাহরণে বক্তা একজন বিষয়বস্তু লেখক বা কন্টেন্ট রাইটার। এর জায়গায় আপনি যে পেশায় আছেন, তার নাম উল্লেখ করবেন।
Words Related to Telephones and Telephoningটেলিফোন আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। নিচের দশটি অভিব্যক্তি টেলিফোনের অংশ বা এমন কোন জিনিস যা কোনোভাবে টেলিফোনের সাথে সংযুক্ত। Receiver / handset [রিসিভার/ হ্যান্ডসেট]; Keypad / Dial [কীপ্যাড/ ডায়াল]; Earpiece / Mouthpiece [ইয়ারপিস/ মাউথপিস]