আপনি লক্ষ্য করলে দেখবেন যে, অনেক সময় কোনো কিছুকে ভালো বোঝাতে ইংরেজীতে good এবং nice শব্দগুলো কথা বলার এবং লেখার সময় একটু বেশী মাত্রায় ব্যবহার করে ফেলেন। কথাগুলো শুনতে বা পড়তে আরও বেশী ভালো লাগবে যদি আপনি ভিন্ন কিছু শব্দ ব্যবহার করেন। এরকম অনেক শব্দ আছে, যেগুলো আমরা এখানে ব্যবহার করবো।
প্রথম phrase-টি কোনোকিছুকে ভালো বলার বেশ জোরালো উপায়।
দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।
তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।
চতুর্থ phrase-টি বোঝাচ্ছে যে, এটা ভালো তবে খুব ভালো না।
পঞ্চম phrase-টিও চতুর্থ phrase- টির অনুরূপ।
ষ্ষ্ঠ phrase-টি বোঝাচ্ছে যে, আপনার এটা পছন্দ হয়েছে এবং আপনি অন্যদেরকেও এটা চেষ্টা করতে বলবেন।
সপ্তম phrase-টির অর্থ হচ্ছে এটা এতো ভালো যে আপনি খুবই মুগ্ধ হয়ে গিয়েছেন।
অষ্টম phrase-টি ব্যক্ত করছে যে, এটা ভালো কিন্তু আপনি আশা করেননি যে এটা এতো ভালো হবে।
নবম phrase-টির অর্থ হচ্ছে এটা ১ নম্বর বা সেরা।
দশম phrase-টি খুবই জোরালো। আপনার একটি verb এবং একটি object-এর প্রয়োজন হবে। যেমন: I could listen to this song till the cows come home.