"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Say You Don’t Know

অনেক সময় এমন হয় যে, কেউ হয়তো আপনাকে কোন প্রশ্ন করলো কিন্তু উত্তরটি আপনার জানা নেই। আমরা এখানে এমন দশটি phrase আলোচনা করবো যেগুলো আপনি তখন ব্যবহার করতে পারেন যখন আপনি কোনো ব্যাপারে জানেন না।

 

Sorry. I don't know. [দুঃখিত। আমি জানি না]

প্রথম phrase-টিতে আপনি 'sorry' বা 'I'm afraid' ব্যবহার করতে পারেন বা এই অংশটা বাদ দিতে পারেন। এই phrase-টি বেশ ভদ্র বা বিনয়ী।

 

(I'm afraid,) I've no idea. [(আমি ভয় পাচ্ছি,) আমার কোন ধারণা নেই]

দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।

 

(Sorry,) I can't help you there. [(দুঃখিত,) আমি আপনাকে সেখানে সাহায্য করতে পারবো না]

তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।

 

I don't know anything about...(cars) [আমি (গাড়ী)সম্বন্ধে কিছু জানি না]

চতুর্থ phrase-টি বোঝাচ্ছে যে, উত্তরটি আপনার জানা নেই এবং আপনি সম্পূর্ণ বিষয় বা ক্ষেত্রটি (গাড়ী) সম্পর্কে কিছু জানেন না। এখানে অন্য যেকোন বিষয়ই থাকতে পারে।

 

I don't know the first thing about (cars) [আমি (গাড়ী)সম্বন্ধে প্রথম জিনিসটা জানি না]

পঞ্চম phrase-টিও চতুর্থ phrase- টির অনুরূপ।

 

I haven't got a clue. [আমার কোন ধারণা নেই]

ষ্ষ্ঠ phrase-টি আরও জোরালোভাবে বলছে যে, বিষয়টি সম্পর্কে আপনি কিছুই জানেন না।

 

Search me. [আমাকে খোঁজ]

সপ্তম phrase-টিও ষ্ষ্ঠ phrase-টির অনুরূপ।

 

Don't ask me. [আমাকে জিজ্ঞাসা করো না]

অষ্টম phrase-টির মাধ্যমে বোঝায় যে, আপনি কিছুটা রেগে গিয়েছেন কারণ আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে।

 

What are you asking me for? [আমাকে কেনো জিজ্ঞাসা করছো?]

নবম phrase-টিও অষ্টম phrase-টির অনুরূপ।

 

How the hell should I know? [আমি কিভাবে জানবো?]

দশম phrase-টি আরও জোরালোভাবে বিরক্তি প্রকাশ করছে যে, কেউ আপনাকে এমন কোনো বিষয়ে কেন প্রশ্ন করেছে।

 

 

 

 

 

 

 

Share it: