"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Phrases to Talk about Weather

বাংলাদেশ গ্রীষ্ম প্রধান দেশ। তাই শীতকালটা আমরা কম বেশী সবাই দারুণভাবে উপভোগ করি। শীতের আবহাওয়ায় আমরা মেতে উঠি পিঠা খাওয়ার উৎসব, বনভোজন এবং অন্যান্য নানা উৎসব ও অনুষ্ঠান পালনে। আবহাওয়ার এই পরিবর্তনটা আপনি বিভিন্ন অভিব্যক্তি ব্যবহার করে প্রকাশ করতে পারেন। এখানে আমরা তেমনি কিছু অভিব্যক্তি নিয়ে আলোচনা করবো।

 

It's freezing outside! [বাহিরে সব জমে যাচ্ছে!]

প্রথম phrase-টি আপনি খুব শীতের সময় ব্যবহার করতে পারেন।

 

It's a bit chilly. Wrap up warm. [একটু ঠান্ডা। গরম কাপড় পরো]

এটা গরম কাপড়, কোট প্রভৃতি পরার জন্য একটা উপদেশ কারণ শীত পড়ছে। আপনি এই phrase-টি বর্ষার রাতে এবং শীতের দিনে ব্যবহার করতে পারবেন।

 

It's cold. [ঠান্ডা]

তৃতীয় phrase-টি একটি সাধারণ অভিব্যক্তি যা ঠান্ডা অনুভব করলে ব্যবহার করা যায়।

 

It's Arctic out there. [বাহিরে আর্কটিকের আবহাওয়া]

এখানে ‘Arctic’-এর মাধ্যমে খুব ঠান্ডা বা স্বাভাবিকের চেয়ে ঠান্ডা বোঝাচ্ছে।

 

It's quite fresh - take a jumper. [বেশ তাজা- একটি জাম্পার নিতে]

কিছু মানুষ তেমন ভাবে ঠান্ডা অনুভব করেন না, তাই একটি ইতিবাচক শব্দ হিসেবে আপনি ’fresh’ ব্যবহার করবেন।

 

You can see your breath in the air. [তুমি বাতাসে তোমার শ্বাস দেখতে পাবে]

ষষ্ঠ phrase-টি বর্ণনা করে শীতের দিনে যখন আপনার শ্বাস-প্রশ্বাস বাতাসে মেঘের আকার নেয় সেই সময়ের কথা- এটা কিছুটা কাব্যিক।

 

It's below zero. [এটা শূণ্যের নিচে]

সপ্তম phrase-টি বোঝাচ্ছে যে, তাপমাত্রা খুব ঠান্ডা। লক্ষ্য করুন যে, আপনি 'under zero' বলবেন না।

 

It must be minus five or more. [এটা অবশ্যই হিমাংকের নিচে পাঁচ বা তার বেশী]

ধরুন, আপনি কোন দেশে বেড়াতে গিয়েছেন যেখানে অসম্ভব ঠান্ডা যা সাধারণতঃ আমাদের দেশে দেখা যায় না, আপনি এই phrase-টি ব্যবহার করতে পারেন। আপনি minus-এর সাথে সংখ্যা ব্যবহার করে সঠিক তাপমাত্রাটা বোঝাবেন।

 

It's pretty frosty today. [আজ বেশ কুয়াশাচ্ছন্ন]

কুয়াশাচ্ছন্ন সকাল শীতকালে বেশ সাধারণ একটা ব্যাপার। এমন সকালের বর্ণনায় এই phrase-টি কাজে লাগবে।

 

My car's iced up, it's that cold. [এতই ঠান্ডা যে, আমার গাড়ি তুষারাচ্ছন্ন হয়ে গিয়েছে]

আমাদের দেশে এতো ঠান্ডা পড়েনা যে তুষারপাত হবে। ধরা যাক, আপনি ইংল্যান্ডে গিয়েছেন এবং আপনার গাড়ির কাঁচের ওপর বরফ পড়েছে তখন আপনি এই phrase-টি ব্যবহার করবেন।

 

 

 

 

Share it: