যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে, “আপনি কেমন আছেন?” বা “তুমি কেমন আছো?”, কখনও কখনও হয়তো আপনি ভালো থাকতে নাও পারেন। অনেকে অনেক সময় মিথ্যেই বলে যে,” ভালো আছি” । কিন্তু আপনি যদি সত্যি কথা বলতে চান, তাহলে নিচের দশটি phrase ব্যবহার করে উত্তর দিতে পারেন।
প্রথম phrase-টি শুধুমাত্র একটু না-বাচক এবং যথেষ্ট ভদ্র। কিন্তু ইংরেজরা খুব অসুস্থ বোধ করলে এই phrase-টি ব্যবহার করে থাকেন।
দ্বিতীয় phrase-টিও প্রথম phrase-টির অনুরূপ।
তৃতীয় phrase-টিও প্রথম দুইটির অনুরূপ।
চতুর্থ phrase-টিও প্রথম তিনটির অনুরূপ।
পঞ্চম phrase-টি সাধারণতঃ এমন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যে, কোন কিছু আপনি আগে করেছিলেন এবং যার ফলে এখন অসুস্থ বোধ করছেন। যেমন: আপনি সারা রাত কনসার্ট দেখেছেন এবং সকালে আপনার ঘুম, ঘুম লাগছে বা অসুস্থ বোধ করছেন।
ষ্ষ্ঠ phrase-টি আপনি এমন কারোর সাথে কথা বেলার ক্ষেত্রে ব্যবহার করবেন যিনি জানেন যে, আপনি গতকালও অসুস্থ ছিলেন।
সপ্তম phrase-টি শুনতে হ্যাঁ-বোধক কিন্তু সাধারণতঃ বোঝায় যে, বক্তা এখনও কিছুটা খারাপ বোধ করছেন।
অষ্টম phrase-টিও সপ্তম phrase-টির অনুরূপ।
নবম phrase-টি খুব শক্তিশালী। কোন বন্ধুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এতটা না-বোধকভাবে দেয়া সাধারণতঃ ভদ্র বা বিনয়ী না। এটা আপনি শুধুমাত্র বন্ধু বা যাদেরকে খুব ভালোভাবে চেনেন তাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
দশম phrase-টিও নবম phrase-টির অনুরূপ।