যে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় একটি সমাজে দ্রব্য ও সেবা উৎপাদন এবং বন্টন করার জন্য শ্রম, মূলধন এবং প্রাকৃতিক সম্পদ সংগঠিত করা হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বা Economic System বলা হয়।
যে প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজগুলোর আপেক্ষিক মূল্যগুলো নির্ধারিত হয় তাকে Job Evaluation System বা কর্ম মূল্যায়ন ব্যবস্থা বলা হয়। “A process by which the relative values of jobs within the organization are determined.”- Steven J. Skinner & John M. Ivancevich
যে বাজারজাতকরণ ব্যবস্থায় একটি বিতরণ গতিপথের বা ডিসট্রিবিউশন চ্যানেলের প্রধান সদস্যরা অর্থাৎ উৎপাদনকারী, পাইকার এবং খুচরা বিক্রেতারা- ভোক্তাদের চাহিদাগুলো মেটানোর জন্য একসাথে একটি একক গোষ্ঠী হিসেবে কাজ করে তাকে Vertical Marketing System (VMS) বা উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলে।
Point-of-Sale (POS) System বা বিক্রয়ের বিন্দু ব্যবস্থা, ইএফটি বা বৈদ্যুতিক তহবিল স্থানান্তরের সাথে, যখন একটি ক্রয় সম্পন্ন হয় ব্যবসায়ীদেরকে সরাসরি একজন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিতে অনুমোদন দেয়।
তথ্য প্রদানের উদ্দেশ্যে কম্পিউটারসমূহ এবং প্রক্রিয়াসমূহের যে সমন্বয় ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করে তাকে Management Information System (MIS) বলা হয়।
যে কম্পিউটার সফ্টওয়্যার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন তথ্যের ফাইলসমূহের ব্যবস্থাপনা করতে সাহায্য করে তাকে Database Management System (DBMS) বা ডেইটাবেইস ব্যবস্থাপনা ব্যবস্থা বলা হয়।
Tariff এবং Non-Tariff একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য নীতির অংশ। এই বিষয়গুলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক ...
কোন একটি দেশের সাথে Trade Deficit বা বাণিজ্য ঘাটতি থাকা মানে নির্দিষ্ট সময়কালে উক্ত দেশ থেকে অধিক পরিমাণে
ব্যবসায়ী ও সহযোগী উভয়ের জন্যই লাভজনক একটি পদ্ধতি
ইলেকট্রিক ভেহিকল হল এমন ধরনের যানবাহন যা পেট্রোল বা ডিজেল এর পরিবর্তে বিদ্যুৎ দ্বারা চালিত হয়।
To save your favorite words, please login first.
Click here to Login Or Register if you don't have an account.
Stay up to date on the latest lesson with a free newsletter from us. Join to subscribe now.
© 2025. All right reserved.