"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Vertical Marketing System (VMS) in Bengali

Vertical Marketing System (VMS) কাকে বলে?

Definition (1):

যে বাজারজাতকরণ গতিপথে সব মধ্যস্থতাকারী বিতরণের উন্নয়নের জন্য একজন ব্যবস্থাপকের অধীনে থাকে তাকে Vertical Marketing System (VMS) বা উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলা হয়।

Definition (2):

যে বাজারজাতকরণ ব্যবস্থায় একটি বিতরণ গতিপথের বা ডিসট্রিবিউশন চ্যানেলের প্রধান সদস্যরা অর্থাৎ উৎপাদনকারী, পাইকার এবং খুচরা বিক্রেতারা- ভোক্তাদের চাহিদাগুলো মেটানোর জন্য একসাথে একটি একক গোষ্ঠী হিসেবে কাজ করে তাকে উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বলে।

Definition (3):

একটি উলম্ব বাজারজাতকরণ ব্যবস্থা বিতরণ গতিপথের প্রধান অংশীদারদের অন্তর্ভূক্ত করে অর্থাৎ উৎপাদনকারী, পাইকার এবং খুচরা বিক্রেতারা- যারা একত্রে একটি সমন্বিত গোষ্ঠী হিসেবে গ্রাহকদের চাহিদাগুলো মেটানোর জন্য কাজ করে।

Definition in English:

“A marketing channel in which all intermediaries are under one manager to improve distribution.”

Use of the term in Sentences:

  • The company is following the vertical marketing system to ensure better distribution.
  • I think this company should follow a vertical marketing system to improve its poor distribution.
Share it: