"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Database Management System (DBMS) in Bengali

Database Management System (DBMS) কাকে বলে?

Definition (1):

যে কম্পিউটার সফ্টওয়্যার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন তথ্যের ফাইলসমূহের ব্যবস্থাপনা করতে সাহায্য করে তাকে Database Management System (DBMS) বা ডেইটাবেইস ব্যবস্থাপনা ব্যবস্থা বলা হয়।

Definition (2):

ডেইটাবেইস ব্যবস্থাপনা ব্যবস্থা একজন ব্যক্তিকে একটি কম্পিউটার থেকে তথ্যসমূহ সংগঠিত, সংরক্ষণ, এবং পুনরুদ্ধার করার অনুমোদন দেয়।

Definition (3):

একটি ডেইটাবেইস ব্যবস্থাপনা ব্যবস্থা হলো একটি সফ্টওয়্যার প্যাকেজ যা একটি ডেইটাবেইসে তথ্যসমূহ সংজ্ঞায়িত, নিপূণভাবে ব্যবহার, পুনরুদ্ধার, এবং ব্যবস্থাপনা করার জন্য পরিকল্পিত হয়েছে।

Definition in English:

“Computer software that helps firms manage various data files.”

Use of the term in Sentences:

  • DBMS is the abbreviation of the database management system.
  • Database Management System helps companies to handle different data files.
Share it: