"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Definition of Job Evaluation System in Bengali

Definition (1):

যে প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজগুলোর আপেক্ষিক মূল্যগুলো নির্ধারিত হয় তাকে Job Evaluation System বা কর্ম মূল্যায়ন ব্যবস্থা বলা হয়।

Definition (2):

একটি প্রতিষ্ঠানে অন্য কাজগুলোর তুলনায় একটি কাজের মূল্য বা মান নির্ধারণের পদ্ধতিগত উপায়কে কর্ম মূল্যায়ন ব্যবস্থা বলে।

Definition (3):

যে ব্যবস্থার মাধ্যমে কতগুলো ধারাবাহিক পেশাগত এবং ব্যক্তিগত মাপকাঠি যেমন: প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের আপেক্ষিক মূল্যের মূল্যায়ন করা হয়, তাই হলো কর্ম মূল্যায়ন ব্যবস্থা

Definition in English:

“A process by which the relative values of jobs within the organization are determined.”- Steven J. Skinner & John M. Ivancevich

Use of the term in Sentences:

  • Do you have any idea about the job evaluation system of this organization?
  • Jeff did not like the job evaluation system of the company.
Share it: