"I was reading the dictionary. I thought
it was a poem about everything."
                     --Steven Wright

Scrabble word

স্ক্র্যাবেল এমন এক বোর্ড গেইম যেখানে ১৫x১৫ বর্গাকারের ছকে অক্ষর সম্বলিত টাইলের মাধ্যমে শব্দ তৈরি করতে হয়। দুই থেকে চার জন  মিলে এই খেলা খেলতে পারে।

স্ক্র্যাবেল খেলায় অক্ষর সম্বলিত টাইল দিয়ে তৈরি হওয়া শব্দগুলো ক্রসওয়ার্ড এর মতো আন্তঃসম্পর্কযুক্ত। যেখানে অর্থবহ শব্দগুলো একে অপরের উপর নির্ভরশীল। 

নতুন শব্দ তৈরির ক্ষেত্রে পরবর্তীতে শব্দ অন্য আরেকটি শব্দের সাথে সম্পর্কিত না হয়েই অবশিষ্ট থেকে যেতে পারে কেননা scrubble এ নির্দিষ্ট পরিমাণ ছকের জন্য সমপরিমাণ টাইল থাকে যেখানে অক্ষরভেদে বর্ণের টাইলের সংখ্যাও থাকে সীমিত। যা পূর্বেই বোর্ড গেমটির সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত হয়ে থাকে।      

সহজভাবে বলা হলে, পয়েন্ট হিসাব এবং খেলার পরিসমাপ্তির সুবিধার্থে শব্দগুলোকে অবশ্যই সেই নির্দিষ্ট স্ক্র্যাবেল এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রদত্ত অনুমোদিত শব্দ হতে হয়, কেননা তা না হলে হয়তো খেলা অসমাপ্ত অবস্থাতেই থেকে যেতে পারে। সেসব অনুমোদিত শব্দের নামই হচ্ছে Scrabble word বা স্ক্র্যাবেল ওয়ার্ড।

 

Definition:

স্ক্র্যাবেলে অর্থপূর্ণ এবং ব্যবহারযোগ্য শব্দের মাঝে অনুমোদিত শব্দের তালিকাকে বলা হয় scrabble word।

English Definition:

কলিন্স ডিকশনারি অনুযায়ী, “Words that are allowed in Scrabble.”

 

In a sentence:

  • Scrabble word checker can be a helpful tool to look at the word list.
  • Data shows that being a master of placement is the key to win at scrabble words than having a huge vocabulary.

 

Share it: