প্রবাদ-প্রবচন মানবজীবনের দীর্ঘ অভিজ্ঞতার সংক্ষিপ্ত প্রকাশ। এগুলোর মূলে আছে কোন ঘটনা বা কাহিনী। এতে অনেক মূল্যবান উপদেশ পাওয়া যায়।
আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া (উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব) - নিজের ঘর না সামলিয়ে পরের ব্যাপার নিয়ে ভাবছো; আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া।
Above all - সর্বোপরি (more than anything else). Above and beyond - আরো বেশি (more than). Above board সংশয়হীন (beyond doubt), Above one’s station-কারোর সামাজিক অবস্থা থেকে উপরে
Act of God (যে কাজে মানুষের হাত নেই, বিশেষত: দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, প্রভৃতি- an occurrence for which no human is responsible, especially accident and natural calamity)
ব্যবসার পাওনাদারদের দেনা পরিশোধ করার জন্য প্রয়োজনে বিনিয়োগকারীদের ব্যক্তিগত সম্পদ ব্যবহারের দায়বদ্ধতাকে সীমাহীন দায় বা Unlimited Liability বলে। এটা হলো অংশীদারী বা একক মালিকানাধীন ব্যবসার অসুবিধা।
সরকারের আওতার ভেতরে প্রতিষ্ঠান এবং ব্যক্তির পক্ষ থেকে সরকারী কার্যাবলীর সহায়তার জন্য সরকারকে প্রদেয় নির্দিষ্ট পরিমাণ অর্থকে কর বা Tax বলে। “A payment for the support of government activities, required of organizations and individuals within the domain of the government.”
To save your favorite words, please login first.
Click here to Login Or Register if you don't have an account.
Stay up to date on the latest lesson with a free newsletter from us. Join to subscribe now.
© 2025. All right reserved.