জ্বালানি তেলের দামের দ্রুত উর্ধ্বগতির কারণে Renewable Energy এর উপরে গবেষণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং সম্পদের স্বল্পতার কারণে বিশ্ব এই ধরনের শক্তির উৎসের দিকে ঝুঁকছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে এই সকল প্রযুক্তির কর্মদক্ষতা।
Renewable Energy বলতে প্রাকৃতিক উৎস থেকে উদ্ভূত এমন শক্তি যেমন সূর্যালোক, বাতাস, বৃষ্টি, ভূ-গর্ভস্থ তাপ এবং সমুদ্রের স্রোত ইত্যাদিকে বোঝায় যা বার বার ব্যবহার করা যায় এবং সময়ের সাথে শেষ হয়ে যায় না।
পুনরায় ব্যবহারযোগ্য এমন এক ধরনের উৎস থেকে প্রাপ্ত শক্তি যা প্রকৃতিতে ক্ষতিকর পদার্থ নির্গমনের মাধ্যমে জলবায়ুর উপর বিরুপ প্রভাব ফেলে না তাকে নবায়নযোগ্য শক্তি বলে।
যুক্তরাষ্ট্রের Environmental Protection Agency (EPA) এর মতে,
“Energy derived from natural resources that can be replenished in a relatively short period of time, such as solar, wind, geothermal, and hydroelectric power.”
নবায়নযোগ্য শক্তি বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ২০২০ সালে বিশ্বব্যাপী নতুন করে তৈরি হওয়া সকল শক্তি উৎপাদন কেন্দ্রের প্রায় ৭২% নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত। সৌর শক্তি হল নবায়নযোগ্য শক্তির দ্রুততম ক্রমবর্ধমান উৎস। ২০২০ সালে এর ব্যবহার বেড়ে গিয়েছে প্রায় ২২%। একই সাথে এই সকল প্রযুক্তি সংক্রান্ত খরচও কমে এসেছে আশানুরূপ পরিমাণে।
প্রচলিত শক্তির উৎসের তুলনায় renewable energy এর অনেক সুবিধা রয়েছে। এটি টেকসই এবং ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গত করে না। এই ধরনের শক্তির উত্সগুলি সীমিত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে এবং শক্তি আমদানি কমিয়ে শক্তি সুরক্ষা প্রদান করতে পারে। অধিকন্তু, সাম্প্রতিক বছরগুলিতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যয় হ্রাস পাচ্ছে। তাই অনেক দেশ বিকল্প হিসেবে এই ধরনের শক্তিকে চিন্তা করছে।
বিভিন্ন ধরনের পুনর্নবীকরণযোগ্য শক্তির উত্স রয়েছে, যার মধ্যে রয়েছে:
জার্মানিতে ২০২০ সালে মোট শক্তি উৎপাদনের প্রায় পঞ্চাশ শতাংশ উৎপন্ন হয় নবায়নযোগ্য শক্তির মাধ্যমে। যার মূল উৎস ছিল সৌর বিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ।
Kerem Deveci নামে একজন তুরস্কীয় তরুণ উদ্ভাবক ENLIL টারবাইন নামক একটি বায়ুকল তৈরি করে যা বিভিন্ন যানবাহন কর্তৃক তৈরিকৃত বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। Istanbul Technical University এর সহায়তায় ২০২১ সালে এই টারবাইন তুরস্কের বিভিন্ন রাস্তায় স্থাপন শুরু হয়।
বাংলাদেশে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প, কুতুবদিয়া ও মুহুরি বাধ বায়ু বিদ্যুৎ প্রকল্প Renewable Energy তে বিনিয়োগের কয়েকটি উদাহরণ। এছাড়া অনেক গ্রামীণ এলাকাতে সৌর বিদ্যুৎ জনপ্রিয় হয়ে উঠছে।